প্রশ্ন
সকাল সন্ধ্যা দরূদ পাঠ করা কোনো ফজিলত আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সকাল সন্ধ্যা দশবার করে দরূদ পাঠ করলে কিয়ামতের দিন রাসূল (সা.)-এর শাফায়াত লাভ হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
مَنْ صَلَّى عَلَيَّ حِينَ يُصْبِحُ عَشْرًا وَحِينَ يُمْسِي عَشْرًا أَدْرَكَتْهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ
‘যে ব্যক্তি সকালে দশবার ও সন্ধ্যায় দশবার আমার প্রতি দরূদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার শাফায়াত লাভ করবে।’ [মাজমাউয যাওয়ায়েদ, হাদিস: ১৭০২২; কানযুল উম্মাল, হাদিস: ২১৬৪]
সুতরাং আমাদের করণীয় হল রাসূল (সা.)-এর প্রতি বেশি বেশি দরূদ পাঠ করা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم