প্রশ্ন
কোনো মুমিন ব্যক্তি যদি কবরে মুনকার ও নাকীরের প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তার সাথে কিরূপ আচরণ করা হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুমিন ব্যক্তি যদি মুনকার ও নাকীর ফেরেশতাদ্বয়ের প্রশ্নের জবাব দিতে পারে তাহলে জান্নাতের দিক থেকে তার কবরে দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং তাকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে। হাদিস শরিফে এসেছে,
فَيُنَادِي مُنَادٍ مِنَ السَّمَاءِ: أَنْ قَدْ صَدَقَ عَبْدِي، فَأَفْرِشُوهُ مِنَ الْجَنَّةِ، وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى الْجَنَّةِ، وَأَلْبِسُوهُ مِنَ الْجَنَّةِ قَالَ: فَيَأْتِيهِ مِنْ رَوْحِهَا وَطِيبِهَا قَالَ: وَيُفْتَحُ لَهُ فِيهَا مَدَّ بَصَرِهِ
‘অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। তিনি (সা.) বলেন, সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে। তিনি আরো বলেন, ঐ দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৭৫৩]
সে কেয়ামত পর্যন্ত জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকবে।
শুআবুল ঈমান, হাদিস: ৩৯০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم