প্রশ্ন
কিছুদিন আগে একটি বইয়ে দেখতে পেলাম, কেউ যদি মদীনার অধিবাসীদের ক্ষতি করতে চায় তাহলে আল্লাহ তাআলা তাকে গলিয়ে দিবেন। কিন্তু সেই বইয়ে এ কথার কোনো রেফারেন্স পেলাম না। জানতে চাচ্ছি, এ কথার কি কোনো রেফারেন্স আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, এ কথার রেফারেন্স আছে। বিষয়টি হাদিস শরিফে এসেছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
مَنْ أَرَادَ أَهْلَ هَذِهِ الْبَلْدَةِ بِسُوءٍ – يَعْنِي الْمَدِينَةَ – أَذَابَهُ اللَّهُ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ
‘যে ব্যক্তি শহরের অর্থাৎ মদীনার অধিবাসীদের ক্ষতি করতে চাইবে আল্লাহ তাকে এমনভাবে গলিয়ে দিবেন যেমন লবণ পানিতে গলে যায়।’ [সহিহ মুসলিম, হাদিস: ৩২৪৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم