প্রশ্ন
কিছুদিন আগে জনৈক বক্তাকে বলতে শুনলাম তাকদীর নিয়ে বিতর্ক করা নিষেধ। প্রশ্ন হল, এ ব্যাপারে কুরআন হাদিসে কিছু বলা হয়েছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তাকদীর নিয়ে বিতর্ক করাকে রাসূল (সা.) অপছন্দ করতেন এবং তা থেকে নিষেধ করতেন। হাদিস শরিফে এসেছে,
‘আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল (সা.) কোনো একসময় আমাদের সামনে এসে দেখলেন যে, আমরা তাকদীর বিষয়ক তর্কে-বিতর্কে লিপ্ত হয়েছি। তিনি ভীষণ রাগান্বিত হলেন, এতে তার মুখমণ্ডল এমন লালবর্ণ ধারণ করল যেন তার দুই গালে ডালিম নিংড়িয়ে দেয়া হয়েছে। তারপর তিনি বললেন, তোমরা কি এজন্য আদেশপ্রাপ্ত হয়েছ, না আমি তোমাদের প্রতি এটা নিয়ে প্রেরিত হয়েছি? এ বিষয়ে তোমাদের পূর্ববর্তী জনগণের যখনই বাক-বিতণ্ডা করেছে তখনই তারা ধ্বংস হয়েছে। আমি দৃঢ় প্রতিজ্ঞার সাথে তোমাদেরকে বলছি, তোমরা এ বিষয়ে কখনো যেন বিতর্কে লিপ্ত না হও।’ [সুনানে তিরমিযী, হাদিস: ২১৩৩]
সুতরাং মুসলমানদের কর্তব্য হল, তাকদীর নিয়ে তর্ক-বিতর্ক না করা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم