প্রশ্ন
আমাদের এলাকায় প্রচলিত আছে যে, কেউ মারা গেলে তাকে দাফনের পর তার কবরে হাত রেখে তাকে কবরের সওয়াল জবাব শিক্ষা দেওয়া হয়, যেন সে ফেরেশতাদের সওয়ালের জবাব দিতে পারে। প্রশ্ন হল, উক্ত কাজ বৈধ কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দাফনের পর মৃতকে কবরের সওয়াল জবাব শিক্ষা দেওয়ার বিষয়টি একটি দূর্বল হাদিসে পাওয়া গেলেও ফুকাহায়ে কেরাম এই জাতীয় কাজ করাকে নিষেধ করেছেন। বরং এক্ষেত্রে শরিয়ত সম্মত আমল হল, দাফনের পর কবরের কাছে দাঁড়িয়ে মৃতের জন্য দোয়া করবে। হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ ، قَالَ لَمَّا فَرَغَ مِنْ قَبْرِ عَبْدِ اللهِ بْنِ السَّائِبِ قَامَ ابْنُ عَبَّاسِ عَلَى الْقَبْرِ فَوَقَفَ عَلَيْهِ ، ثُمَّ دَعَا ، ثُمَّ انْصَرَفَ
ইবনু আবি মুলায়কা (রহ.) বলেন: আবদুল্লাহ ইবনুস সায়েব (রহ.)-কে দাফন করার পর ইবনে আব্বাস (রা.) তার কবরের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। অতঃপর তার জন্য দোয়া করে সেখান থেকে ফিরে গেলেন। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১১৮২৯]
সুতরাং প্রশ্নে বর্ণিত কার্যকলাপ থেকে বিরত থাকাই কাম্য।
কিতাবুন নাওয়াজেল ৬/২২৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم