প্রশ্ন
যারা মানুষের গীবত করে বেড়ায় তাদের জন্য বিশেষ কোনো শাস্তির কথা বর্ণিত হয়েছি কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিভিন্ন হাদিসে গীবতকারীদের জন্য কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। নিম্নে কিছু দেওয়া হল,
হাদিস শরিফে এসেছে,
‘আলী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, ব্যতিব্যস্ত হয়ো না এবং করো গোপন তথ্য ফাঁস করো না। কেননা তোমাদের পশ্চাতে রয়েছে কিয়ামতের ভীষণ কষ্টদায়ক এবং দীর্ঘস্থায়ী বিপদসমূহ।’ [আদাবুল মুফরাদ, হাদিস: ৩২৭]
আরেক হাদিসে এসেছে,
‘আনাস ইবনে মালিক (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, মিরাজের রাতে আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখগুলো তামার তৈরী এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমন্ডলে ও বুকে আচড় মারছে। আমি বললাম, হে জিবরীল! এরা কারা? তিনি বললেন, এরা সেসব লোক যারা মানুষের গোশত খেতো (গীবত করতো) এবং তাদের মানসম্মানে আঘাত হানতো।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৮৭৮]
তাছাড়া দুনিয়াতে গীবতকারীর জন্য লাঞ্ছনা তো রয়েছেই। কুরআন মাজিদে তাদেরকে মৃত ভাইয়ের গোশত ভক্ষণকারীর সাথে তুলনা করা হয়েছে। [সূরা হুজুরাত, আয়াত: ১২]
সুতরাং মানুষের গীবত করা থেকে বেঁচে থাকা সকল মুসলমানের কর্তব্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم