প্রশ্ন
কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে সে পাত্রটি কতবার ধোয়া লাগবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোনো পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে সে পাত্রটি তিনবার ধৌত করলেই পাক হয়ে যাবে। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ, قَالَ: إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاهْرِقْهُ ثُمَّ اغْسِلْهُ ثَلَاثَ مَرَّاتٍ
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, কুকুর কোনো পাত্রে মুখ দিলে তা তিনবার পানি দ্বারা ধুয়ে ফেলো।’ [সুনানে দারাকুতনী, হাদিস: ১৯৬]
হেদায়া ১/৪৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم