প্রশ্ন
পাক পাঞ্জাতন কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পাক পাঞ্জাতন একটি ফারসী শব্দ। এর অর্থ হল, পবিত্র পাঁচ ব্যক্তিত্ব। এটি শিয়াদের একটি ভ্রান্ত আকীদা। শিয়ারা এর দ্বারা রাসূল (সা.), আলী (রা.), ফাতেমা (রা.), হাসান (রা.) ও হুসাইন (রা.)-কে উদ্দেশ্য নিয়ে থাকে।
শিয়াদের এই আকীদার ভিত্তি কিছু ভ্রান্ত বিষয়ের উপর। তারা একমাত্র এই পাঁচজনকেই নাজাতের উসিলা মনে করে থাকে। এ কারণে, উলামায়ে কেরাম তাদের এই আকীদাকে বাতিল ও পরিত্যাজ্য বলেছেন।
শরহে আকাইদ পৃ. ১১৬; শরহুল ফিকহিল আকবার পৃ. ৭১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم