প্রশ্ন
আমরা কয়েকজন যুবক এলাকার এক গরিব ব্যক্তিকে একটি দিয়েছি। এ বছর সে এই গরুটি দিয়ে কুরবানি করেছে। যদিও তার উপর কুরবানি ওয়াজিব ছিল না। প্রশ্ন হল, তার এই কুরবানিটি কি বৈধ হয়েছে? আমরা যে তাকে গরুটি দান করেছি, সে কারণে কি আমরা সওয়াব পাব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দান করা অত্যন্ত সওয়াবের কাজ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرَّبِّ وَتَدْفَعُ مِيتَةَ السُّوءِ
‘দান-খয়রাত আল্লাহ তাআলার অসন্তুষ্টি কমিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যু রোধ করে।’ [সুনানে তিরমিযী, হাদিস: ৬৬৪]
কাউকে কোনো কিছু দান করা হলে সে ঐ বস্তুর মালিক হয়ে যায়। আপনারা উক্ত গরিব ব্যক্তিকে গরুটি দান করার কারণে সে উক্ত গরুটির মালিক হয়ে গিয়েছে। তবে তার উপর কুরবানি ওয়াজিব না হওয়ার কারণে তার উক্ত কুরবানিটি নফল হিসেবে গণ্য হয়েছে। আর আপনারা যে তাকে গরুটি দান করেছেন, সে কারণে আপনারাও সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ।
বাদায়েউস সানায়ে ৪/২১৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم