প্রশ্ন
নারীদের পরস্পরের মুসাফাহা কি সুন্নত হিসেবে গণ্য হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুসাফাহা নারী পুরুষ উভয়ের জন্য সুন্নত। ইমাম নাফরাওয়ী বলেন,
قَال النَّفْرَاوِيُّ: وَإِنَّمَا تُسَنُّ الْمُصَافَحَةُ بَيْنَ رَجُلَيْنِ أَوْ بَيْنَ امْرَأَتَيْنِ
‘পুরুষ ও নারী উভয়ের জন্য মুসাফাহা সুন্নত।’ [আল মাউসুআতুল ফিকহিয়্যা ৩৭/৩৫৭]
কাজেই নারীদের পরস্পরের মুসাফাহা সুন্নত হিসেবেই গণ্য হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم