প্রশ্ন
খুলা করলে কি তা তালাক হিসেবে গণ্য হবে? না এটার হিসাব ভিন্ন রকম হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
খুলা করলে তা এক তালাকে বায়েন হিসেবে গণ্য হয়। বিশিষ্ট তাবেয়ি হাসান (রহ.) বলেন-
عَنِ الْحَسَنِ قَالَ : الْخُلْعُ تَطْلِيقَةٌ بَائِنٌ
‘খুলা করা এক তালাকে বায়েন হিসেবে গণ্য হয়।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৯৫৭৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم