প্রশ্ন
আসসালামু আলাইকুম। অনেকে ধান,গম,চাউল ইত্যাতি রাখার জন্য ঘরে উঁচু করে মাচা দিয়ে থাকে। সেই মাচাটি ঘরে প্রবেশের সময় বাম পাশে পড়ে। আর ঘর থেকে বের হওয়ার সময় ডান পাশে পড়ে। আমার প্রশ্ন হলো ধান,চাউল ইত্যাদি রাখার জন্য ঘরের কোন পাশে মাচা দিতে হবে বা ধান,চাউল রাখতে হবে? ঘরে প্রবেশের সময় ডান পাশে নাকি বাম পাশে।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। হাদিস শরিফে এসেছে-
عن عائشة قالت كان النبي صلى الله عليه و سلم يحب التيامن في كل شيء حتى في الترجل والانتعال
‘আয়েশা (রা.) বলেন: নাবি কারিম (সা.) প্রতিটি ভাল কাজে ডান দিক পছন্দ করতেন এমনকি চুল আঁচড়াতে এবং জুতা পরতেও ডান দিক পছন্দ করতেন।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৫৪৫৬]
তবে আপনি যে ক্ষেত্রটির কথা উল্লেখ করেছেন সে ক্ষেত্রে আপনি আপনার সুবিধামতো যে কোন স্থানে রাখতে পারেন। এ ক্ষেত্রে ডান-বামের কিছু নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم