প্রশ্ন
আমাদের এলাকায় একটি বিবাহ হয়েছে। বিবাহের পর কণেকে উঠিয়ে নেওয়ার সময় গাড়ি এক্সিডেন্টে বর মারা যায়। এখন কি এই বর থেকে ঐ কণে মহর লাভ করবে? উল্লেখ্য, তাদের মাঝে কখনো নির্জনবাসও হয়নি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নির্জনবাস হওয়ার পূর্বেও যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী পরিপূর্ণ মহর লাভ করবে। কারণ বিবাহের মাধ্যমে স্বামীর উপর স্ত্রীর মহর সাব্যস্ত হয়ে গেছে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَآتُواْ النَّسَاء صَدُقَاتِهِنَّ نِحْلَةً
‘তোমরা স্ত্রীদেরকে তাদের মহর প্রদান কর।’ [সূরা নিসা, আয়াত: ৪]
সুতরাং ঐ ব্যক্তির সম্পদ থেকে স্ত্রীর মহর পরিশোধ করতে হবে।
ফাতাওয়া খানিয়া ১/৩৬; বাদায়েউস সানায়ে ২/৫৮৪, ৫৮৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৩০৩; রদ্দুল মুহতার ৩/১০২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم