প্রশ্ন
আমি আমাদের উস্তাদদের খেদমত করতে পছন্দ করি। তাই আমি আমার উস্তাদগণ অজু করার সময় পানি ঢেলে দিই। কিন্তু আমার এক উস্তাদ তাকে পানি ঢেলে দেওয়ার খেদমতও নিতে চান না। আমি জানতে চাচ্চি, ওজর ছাড়া অজুর পানি ঢেলে দেওয়ার কাজে সহযোগিতা করতে কোন সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোন প্রকার ওজর ছাড়াও মুরুব্বী ও শিক্ষকদের খেদমতে অজুর পানি ঢেলে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে কোন সমস্যা নেই।
বিভিন্ন সময় ওজর ছাড়াই রাসূল (সা.)কে অযুর পানি ঢেলে দেওয়া হত আর তিনি নিজে অজু করতেন।
তদ্রূপ অনেক সাহাবি-তাবেয়ি থেকেও অজুর ক্ষেত্রে এ ধরনের সহযোগিতা নেওয়ার কথা বর্ণিত রয়েছে। তাই এতে কোন সমস্যা নেই।
সহিহ বুখারি ১/৩০; সুনানে ইবনে মাজাহ ২৩; সুনানে নাসাঈ ১/১২; সহিহ মুসলিম ১/১৩৩, ৪১৬; ইলাউস সুনান ১/১৩৬; ফাতাওয়া তাতারখানিয়া ১/১১২; আলমুহীতুল বুরহানী ১/১৭৮; আলবাহরুর রায়েক ১/২৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم