প্রশ্ন
শুনেছি, হাদিস শরিফে পানিতে ফুঁ দিতে নিষেধ করা হয়েছে। তাহলে রুকইয়াহ করার জন্য পানিতে ফুঁ দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে পানিতে ফুঁ দিতে নিষেধ করার কারণ আর রুকইয়াহ করার জন্য পানিতে ফুঁ দেওয়ার কারণ ভিন্ন। তাই পানিতে ফুঁ দিতে নিষেধ করার হাদিসের মধ্যে রুকইয়ার জন্য ফুঁ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত হবে না। কারণ রাসূল (সা.),সাহাবায়ে কেরাম ও সালফে সালেহীন থেকে রুকইয়াহর জন্য ফুঁ দেওয়ার বিষয়টি প্রমাণিত রয়েছে। হাদিস শরিফে এসেছে-
أن رسول الله صلى الله عليه وسلم دخل على ثابت بن قيس وهو مريض، فقال: اكشف البأس رب الناس، ثم أخذ ترابا من بطحان فجعله في قدح ثم نفث عليه بماء وصبه عليه
‘রাসূল (সা.) সাবিত ইবনে কায়স (রা.) অসুস্থ থাকাবস্থায় তার কাছে গেলেন। অতঃপর বললেন: اكشف البأس رب الناس অতঃপর কিছু মাটি নিয়ে একটি পাত্রে রাখলেন। অতঃপর সেখানে পানিতে ফুঁদিলেন এবং তার উপর সেই পানি ঢেলে দিলেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৮৮৫]
ইমাম আহমদের ছেলে সালেহ বলেন-
وَقَالَ صَالِحٌ رُبَّمَا اعْتَلَلْتُ فَيَأْخُذُ أَبِي قَدَحًا فِيهِ مَاءٌ فَيَقْرَأُ عَلَيْهِ وَيَقُولُ لِي اشْرَبْ مِنْهُ وَاغْسِلْ وَجْهَكَ وَيَدَيْكَ
‘কখনো আমি অসুস্থ হলে আমার বাবা এক পাত্র পানি নিয়ে তাতে কুরআনের আয়াত পড়ে ফুঁ দিতেন এবং আমাকে বলতেন: এখান থেকে পান কর, তা দিয়ে তোমার চেহারা ও হাত ধোও।’ [আলআদাবুশ শারইয়্যাহ ৩/৯১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم