প্রশ্ন
আমার একটি ছেলে হয়েছে। আমি তার নাম রাখতে চাচ্ছি ফায়রোজ। এই নামটি রাখা যাবে কি? এই নামে কোন সাহাবি ছিলেন কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফায়রোজ নামে একজন সাহাবি ছিলেন। এর অর্থ হল সফল, বিজয়ী, কৃতকার্য। সুতরাং এ নামটি রাখতে কোন সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে-
فَقَالَ عُبَيْدُ اللَّهِ أَحَدُهُمَا الْعَنْسِيُّ الَّذِي قَتَلَهُ فَيْرُوزٌ بِالْيَمَنِ
‘উবাইদুল্লাহ (রহ.) বলেন: ইয়ামানে ফায়রোজ (রা.) আনসীকে হত্যা করেছেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৭০৩৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم