প্রশ্ন
মাছের রক্ত কি পাক না নাপাক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অধিকাংশ ফিকাহবিদদের মতে মাছের রক্ত পাক। এটিই গ্রহণযোগ্য অভিমত। আল্লামা কাসানী (রহ.) তার কিতাবে লিখেন,
‘মাছের রক্ত ইমাম আবু হানীফা (রহ.) ও ইমাম মুহাম্মাদ (রহ.)-এর নিকট পবিত্র। কারণ সকল উম্মত এ ব্যাপারে একমত যে, মাছ রক্ত সহকারে খাওয়া যায়। যদি তা পবিত্র না হত তাহলে তা বৈধ হত না।’ [বাদায়েউস সানায়ে ১/৬১]
তাছাড়া মাছের রক্ত মূলত রক্তই নয়। কারণ রক্তওয়ালা প্রাণী পানিতে বেঁচে থাকতে পারে না। সুতরাং মাছের রক্ত যদি কাপড়ে বা শরীরে লাগে তাহলে তা নাপাক হবে না।
রদ্দুল মুহতার ১/৩২২; শরহুল উমদাহ ১/১০৯; আল ইনসাফ ২/৩২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم