প্রশ্ন
দাইয়ুস ব্যক্তির জন্য কি জান্নাত হারাম? একটি বইয়ে পেলাম, দাইয়ুস ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কথাটি কতটুকু সঠিক? রেফারেন্সসহ জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দাইয়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
ثَلَاثَةٌ قَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِمُ الْجَنَّةَ: مُدْمِنُ الْخَمْرِ وَالْعَاقُّ وَالدَّيُّوثُ الَّذِىْ يُقِرُّ فِى اَهْلِهِ الْخَبَثَ
‘তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। সর্বদা মদ্যপায়ী, পিতা-মাতার অবাধ্য সন্তান এবং দাইয়ুস (পাপাচারী কাজে পরিবারকে বাধা দেয় না)।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ৫৩৭২]
কাজেই আপনি বইয়ে যে কথাটি পড়েছেন তা সঠিক।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم