প্রশ্ন
আল্লাহর রহমতে আমার স্ত্রী প্র্যাগনেন্ট। আমি জানতে চাচ্ছি, নেক সন্তান লাভের জন্য আমরা কী দোয়া করতে পারি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নেক সন্তান লাভের জন্য কুরআনে উল্লিখিত নিম্নোক্ত দোয়া করা যায়।
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
‘হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।’ [সূরা ফুরকান, আয়াত: ৭৪]
رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
‘হে রব, আপনি আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয় আপনি দোয়া শ্রবণ করেন।’ [সূরা আলে ইমরান, আয়াত: ৩৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم