প্রশ্ন
অধিকাংশ দেশেই লক ডাউন চলছে। উলামায়ে কেরামগণ ঘরে নামাজ পড়ার কথা বলছেন। উলামাদের নিকট তো ঈদের নামাজের খুতবা শোনা ওয়াজিব। সে হিসেবে আমরা ঘরে ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে কিভাবে খুতবার ব্যবস্থা করতে পারি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
করোনা ভাইরাসের কারণে আমরা অপারগ হয়ে পড়েছি। আর অপারগ অবস্থার সৃষ্টি হলে শরিয়তের বিধানে সহজতা চলে আসে। সে হিসেবে উলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে ফাতওয়া দেওয়া হয়েছে, যারা বয়োবৃদ্ধ ও অসুস্থ, তারা মসজিদে আসবে না। বরং ঘরে নামাজ পড়বে। যুবক ও সুস্থরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে।
আর জুমা ও ঈদের নামাজের ক্ষেত্রে একটি শর্ত আছে ইজনে আম। অর্থাৎ সবাই শরিক হতে পারে এই অনুমতি থাকা। যদি এই শর্ত পাওয়া যায় তাহলে বাসার ছাদ বা কোনো হলরুমে কয়েকজন মিলেও জুমা ও ঈদের নামাজ আদায় করা যেতে পারে। সেক্ষেত্রে যিনি খুতবা দিতে পারদর্শী, এমন একজনকে ইমাম নিয়োগ দিতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم