প্রশ্ন
জনৈক ব্যক্তি মান্নত করেছে, যদি সে সুস্থ হয় তাহলে চিল্লায় যাবে। সুস্থ হলে কি তার মান্নত পূর্ণ করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে এসেছে-
عن عائشة عن النبي صلى الله عليه و سلم قال من نذر أن يطيع الله فليطعه ومن نذر أن يعصي الله فلا يعصه
‘রাসূল (সা.) বলেন: যে আল্লাহর আনুগত্যের মান্নত করেছে সে যেন আল্লাহর আনুগত্য করে। আর যে আল্লাহর নাফরমানির মান্নত করেছে সে যেন তা না করে।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৫২৬]
তবে মান্নত অপরিহার্য হওয়ার কিছু শর্ত আছে। তাবলীগের চিল্লায় যাওয়া সেই শর্তের মধ্যে পড়ে না। তাই তার উপর মান্নত পালন করা অপরিহার্য হবে না।
আলবাহরুর রায়েক ৪/২৯৬; ফাতহুল কাদীর ৪/৩৭৪; ফাতাওয়া তাতারখানিয়া ৫/৪০;
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم