প্রশ্ন
বিভিন্ন সময় যখন দুর্যোগ সৃষ্টি হয় তখন একজন মুমিন হিসেবে আমার করণীয় কী? কুরআন হাদিসের আলোকে জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একজন মুমিনের বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে, বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়েই জীবন ধারণ করতে হয়। তবে তার পুরো জীবনটাই তার জন্য কল্যাণকর হয়ে থাকে। একারণেই রাসূল (সা.) বলেছেন,
عَجَبًا لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ
‘মুমিনের অবস্থা ভারি অদ্ভুত। তার সমস্ত কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ব্যাতিত অন্য কারো জন্য এ কল্যাণ লাভের ব্যবস্থা নেই। তারা আনন্দ (সুখ শান্তি) লাভ করলে শুকরিয়া জ্ঞাপন করে, তা তার জন্য কল্যাণকর হয়, আর দুঃখ-কষ্টে আক্রান্ত হলে ধৈর্য্যধারণ করে, এও তার জন্য কল্যাণকর হয়।’ [সহিহ মুসলিম, হাদিস: ৭৩৯০]
বিপদাপদে নিপতিত হওয়া বা কোনো পরীক্ষার সম্মুখীন হওয়া- সবই আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেছেন,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ (155) الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (156)
‘আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা, তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তাঁর দিকে প্রত্যাবর্তনকারী।’ [সূরা বাকারা, আয়াত: ১৫৫-১৫৬]
প্রকৃতিক দুর্যোগের সময় একজন মুমিন হিসেবে আমাদের করণীয় হল, আমাদের আকিদা-বিশ্বাস ঠিক রাখা, ধৈর্যধারণ করা এবং আমাদের যা আছে তা নিয়েই অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদের সহায়তায় এগিয়ে আসবেন। হাদিস শরিফে এসেছে,
وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ
‘বান্দা যতক্ষণ তার ভাই এর সাহায্যে নিয়োজিত থাকে আল্লাহ ততক্ষণ তার সাহায্যে নিয়োজিত থাকেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ৬৬০৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم