প্রশ্ন
যদি এমন কোন লাশ পাওয়া যায়, যেটিকে গোসল দিতে গেলে চামড়া খসে পড়ে তাহলে কি তাকে গোসল দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবতদের উপর তার হক। আর এ গোসল দেওয়ার মাঝে অনেক ফযিলতও রয়েছে। হাদিস শরিফে এসেছে-
مَنْ غَسَّلَ مَيِّتًا ، فَأَدَّى فِيهِ الأَمَانَةَ وَلَمْ يُفْشِ عَلَيْهِ مَا يَكُونُ مِنْهُ عِنْدَ ذَلِكَ ، خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ
‘যে মৃত ব্যক্তিকে গোসল দিবে এবং তার ব্যাপারে আমানত রক্ষা করবে, তার গোপন বিষয়গুলো মানুষের কাছে ছড়াবে না সে তার পাপ থেকে ঐ দিনের মত বের হয়ে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ২৪৮৮১]
তাই এমন লাশ পেলেও তাকে গোসল দিবে। তবে এ ক্ষেত্রে শুধু তার শরীরের উপর পানি ঢেলে দিলেই চলবে। ডলা লাগবে না।
ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৮; মারাকিল ফালাহ ৩১২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم