প্রশ্ন
ওয়াজ বা দ্বীনি আলোচনা শুরু করার সময় দেখা যায় তারা হামদ ও সালাত দ্বারা শুরু করেন। কিন্তু আমরা তো জানি, ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা সুন্নত। তাহলে এটি কি সুন্নতের খেলাফ নয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সাধারণ অবস্থায় যে কোন ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা সুন্নত। তবে দ্বীনি আলোচনা আল্লাহর হামদ ও সালাতের মাধ্যমে শুরু করা। রাসূল (সা.) ও সাহাবায়ে কেরাম দ্বীনি আলোচনা হামদ ও সালাতের মাধ্যমেই শুরু করতেন।
সুনানে ইবনে মাজাহ ১/১৩৬; সহিহ ইবনে হিব্বান ১/১৭৩; মুসনাদে আহমদ ২/৩৫৯;সুনানে নাসাঈ, পৃ. ৪৯৪; সহিহ মুসলিম ১/২৮৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم