প্রশ্ন
বর্তমানে রাষ্ট্র কর্তৃক যাকাত উশুল করার একটি বিষয় আলোচিত হচ্ছে। আমার মনে হয়, রাষ্ট্র কর্তৃক যাকাত বা সদকাতুল ফিতর গ্রহণ করা হলে মানুষের জন্য অনেক উপকার হত। কিন্তু আমাদের দেশের সরকারের প্রতি মানুষের একটি অনাস্থা থেকেই যায়। সে ব্যাপারে আপনাদের মতামত কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.)-এর যুগ, খুলাফায়ে রাশেদীনের যুগ, এমনকি উমাইয়া ও আব্বাসী খেলাফতের যুগেও রাষ্ট্র কর্তৃক যাকাত ও সদকাতুল ফিতর সংগ্রহ করে যাকাতের খাতে তা ব্যয় করা হত। অত্যন্ত সচ্ছতার সাথে এ দায়িত্ব পালন করা হত। যার ফলে উমর বিন আব্দুল আজীজের যামানায় এমন হয়েছে যে, সিরিয়ায় যাকাত দেওয়ার মত লোক ছিল, কিন্তু যাকাত গ্রহণের মত লোক খুঁজে পাওয়া যায়নি।
আমাদের বাংলাদেশে যদিও ইসলামি খেলাফত ব্যবস্থা নেই। তারপরও আমরা মনে করি, রাষ্ট্র কর্তৃক যদি একটি শক্তিশালী যাকাত বোর্ড গঠন করে যাকাতের খাতসমূহে যথাযথভাবে যাকাত আদায় করা যায় তাহলে আগামী দশ বছরের মাঝে এ দেশে দরিদ্রতা সহনীয় পর্যায়ে চলে আসবে।
বর্তমানে বাংলাদেশে সরকার কর্তৃক যদিও যাকাত বোর্ড গঠন করা আছে। কিন্তু সেখানে মানুষ থেকে ঐচ্ছিকভাবে যাকাত গ্রহণ করা হয়। যার কারণে সেটি তেমন ফলপ্রসূ হচ্ছে না। ইনকাম ট্যাক্স- এর মত যদি যাকাত আদায়টা বাধ্যতামূলক করা যেত তাহলে তা সফলতার মুখ দেখত। তবে এটি হতে হবে উলামায়ে কেরামের সমন্বয়ে ও সচ্ছতার সাথে। অন্যথায় তা প্রশ্নবিদ্ধ থেকে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم