প্রশ্ন
সূরা হজ্বের ১৯ আয়াতে বলা হয়েছে هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ ‘এই দুই বাদী-বিবাদী তাদের রবের ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছে।’ এখানে বাদী-বিবাদী বলে কাদেরকে বুঝানো হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আলোচ্য আয়াতে বাদী-বিবাদী বলে বদর যুদ্ধে মুখোমুখি অংশ গ্রহণকারী মুসলমান ও কাফিরদেরকে বুঝানো হয়েছে। মুসলমানদের পক্ষে ছিলেন আলী, হামযা ও উবায়দা (রা.)। আর কাফিরদের পক্ষে ছিল উতবা ইবনে রবীআ, তার পুত্র ওলিদ ও তার ভাই শায়বা।
তাফসীরে ইবনে কাসীর ৩/৩৪০; মাআরিফুল কুরআন ৬/২৪৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم