প্রশ্ন
শুনেছি, রাসূল (সা.) এর দেহের ঘাম থেকে যে ঘ্রাণ বের হত তা মেশকে আম্বরের চেয়েও সুবাসিত। এমন কোন হাদিস আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) এর দেহের ঘাম থেকে সুবাস বের হত এবং তা মেশকে আম্বরের চেয়েও সুবাসিত ছিল। হাদিস শরিফে এসেছে,
আনাস (রা.) বলেন, ‘আমি রাসূলুল্লাহ (সা.)-এর ঘ্রাণ মেশক-আম্বরের সুঘ্রাণ থেকে অধিক সুবাসিত পেয়েছি। [সহিহ মুসলিম ২/২৫৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم