প্রশ্ন
বিতরের নামাজ এক রাকাত পড়বে না তিন রাকাত পড়বে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিতরের নামাজ রাসূল (সা.)-এর সুন্নত। তিনি সর্বদা পড়েছেন। কখনো বাদ দেননি। অন্যদেরকেও পড়ার নির্দেশ দিয়েছেন। এ কারণে বিতরের নামাজ সুন্নতে মুয়াক্কাদা বা ওয়াজিব।
রাসূল (সা.) রাতের শেষ নামাজ বিতর পড়তে বলেছেন। হাদিস শরিফে এসেছে,
اجْعَلُوا آخِرَ صَلاَتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا
‘বিতরকে তোমাদের রাতের শেষ সালাত করবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৯৯৮]
বিতরের অর্থ হল বিজোড়। হাদিস শরিফে এসেছে,
إِنَّ اللَّهَ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ
‘আল্লাহ তাআলা বিতর (বিজোড়), তিনি বিতরকে ভালোবাসেন।’ [সুনানে তিরমিযী, হাদিস: ৪৫৩]
হাদিসে যে কয়টি পদ্ধতিতে বিতর পড়ার কথা বলা হয়েছে, সব কয়টি পদ্ধতি গ্রহণযোগ্য। তবে হানাফী মাযহাবে তিন রাকাত বিতর পড়া হয়ে থাকে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم