প্রশ্ন
যারা বক্তা আছেন তাদের ভাষা সুন্দর করা কতটুকু জরুরি? অনেককে দেখা যায়, বিশ্রি ও নোংরা ভাষায় এবং অশুদ্ধ ভাষায় কথা বলেন। এ ব্যাপারে ইসলাম কী বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ওয়াজ নসিহতের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ভাষা সুন্দর ও সাবলীল করতে হবে। মূসা (আ.)-কে যখন ফেরআউনের কাছে পাঠানো হয়েছিল তখন তিনি দোয়া করেছিলেন,
قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي (25) وَيَسِّرْ لِي أَمْرِي (26) وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي (27) يَفْقَهُوا قَوْلِي (28)
‘মূসা বলল, ‘হে আমার প্রতিপালক! আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও। আর আমার জন্য আমার কাজকে সহজ করে দাও। আমার জিহ্বার জড়তা দূর করে দাও। যাতে তারা আমার কথা বুঝতে পারে।’ [সূরা ত্বহা, আয়াত: ২৫-২৮]
আমাদেরকে রাসূল (সা.)-এর জীবনী ও আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। আমরা ওয়াজ মাহফিলে বসে একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করছি। অপরের সুনাম বেশি হওয়ার কারণে তার সমালোচনা করছি। অথচ রাসূলের আদর্শকে ভুলে গিয়েছি। কুরআনে ইরশাদ হচ্ছে,
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ
‘অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে। আর যদি তুমি কঠোর স্বভাবের, কঠিন হৃদয়সম্পন্ন হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত।’ [সূরা আলে ইমরান, আয়াত: ১৫৯]
আশা করি আমাদের বক্তা ভাইগণ বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم