প্রশ্ন
আমার নাম সবুজ। আমি একজন মুসলমান। ইসলামের বিধি-বিধানগুলো সর্বদা মেনে চলার চেষ্টা করি। আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আমার রয়েছে। কিন্তু কখনো কখনো মনের মাঝে শয়তান ওয়াসওয়াসা দেয় যে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? যদিও আমি তাৎক্ষণিকভাবে তওবা ইস্তেগফার করে থাকি। আমার জানার বিষয় হল, মনের মাঝে এ জাতীয় ওয়াসওয়াসা আসার দ্বারা কি ঈমান চলে যায়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মনের মাঝে শয়তানের ওয়াসওয়াসা আসার দ্বারা কেউ কাফের হয়ে যায় না। বরং সেই কুফরী বিষয় মনে প্রাণে বিশ্বাস করে নেওয়ার দ্বারা কাফের হয়ে যায়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُوْلُ مَنْ خَلَقَ كَذَا مَنْ خَلَقَ كَذَا حَتَّى يَقُوْلَ مَنْ خَلَقَ رَبَّكَ فَإِذَا بَلَغَهُ فَلْيَسْتَعِذْ بِاللهِ وَلْيَنْتَهِ
‘তোমাদের কারো নিকট শয়তান আসতে পারে এবং সে বলতে পারে, এ বস্তু কে সৃষ্টি করেছে? ঐ বস্তু কে সৃষ্টি করেছে? এরূপ প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত বলে বসবে, তোমার প্রতিপালককে কে সৃষ্টি করেছে? যখন ব্যাপারটি এ স্তরে পৌঁছে যাবে তখন সে যেন অবশ্যই আল্লাহর নিকট আশ্রয় চায় এবং বিরত হয়ে যায়।’ [সহিহ বুখারি, হাদিস: ৩২৭৬]
সুতরাং আপনার করণীয় হল, সর্বদা দ্বীনের উপর চলা এবং এ জাতীয় ওয়াসওয়াসা মনে আসলে তাৎক্ষণিক আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم