প্রশ্ন
আমি রাসূল (সা.)-এর একটি জীবনীতে পড়েছি যে, রাসূল (সা.)-এর স্ত্রীদের পাশাপাশি তাঁর কয়েকজন বাদীও ছিল। জানতে চাচ্ছি, রাসূল (সা.)-এর কয়জন বাদী ছিলেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.)-এর দুইজন বাদী ছিলেন। একজনের নাম, মারিয়া কিবতিয়া (রা.)। তার গর্ভে রাসূল (সা.)-এর পুত্র ইবরাহীম জন্মগ্রহণ করেছিলেন। অপরজন হলেন, রায়হানা বিনতে শামউন (মতান্তরে বিনতে যায়েদ)। তিনি ইসলাম গ্রহণ করলে তাকে আযাদ করে দেওয়া হয়। ইবনে কাসীর (রহ.) লিখেন,
وَكَانَتْ لَهُ سُرِّيَّتَانِ وَهُمَا، مَارِيَةُ بِنْتُ شَمْعُونَ الْقِبْطِيَّةُ الْمِصْرِيَّةُ مِنْ كُورَةِ أَنْصِنَا وَهِيَ أُمُّ وَلَدِهِ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ، وَرَيْحَانَةُ بِنْتُ شَمْعُونَ الْقُرَظِيَّةُ أَسْلَمَتْ ثُمَّ أَعْتَقَهَا فَلَحِقَتْ بِأَهْلِهَا
‘রাসূল (সা.)-এর দুইজন বাদী ছিলেন। তারা হলেন, মারিয়া বিনতে শামউন কিবতিয়া, মিশরের অধিবাসী ছিলেন। তিনি রাসূল (সা.)-এর পুত্র ইবরাহীম-এর মাতা। আরেকজন হলেন, রায়হানা বিনতে শামউন (মতান্তরে বিনতে যায়েদ) কুরাযিয়্যাহ। তিনি মুসলমান হওয়ার পর রাসূল (সা.) তাকে আযাদ করে দিয়েছিলেন। পরবর্তীতে তিনি তার পরিবারের সঙ্গে মিলিত হয়েছিলেন।’ [আল বিদায়া ওয়ান নিহায়া ৫/২৯২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم