প্রশ্ন
আমি শুনেছি, আজান ও ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। প্রশ্ন হল, আজানের পর হাত তুলে দোয়া করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আজান ও ইকামতের মাঝখানে দোয়া করলে তা ফেরত দেওয়া হয় না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لا يرد الدعاء بين الاذان والاقامة
‘আজান-ইকামতের মাঝখানে দোয়া ফিরত দেওয়া হয় না।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৫২১]
কেউ চাইলে হাত তুলেও এ দোয়া করতে পারে আবার হাত না তুলেও দোয়া করতে পারে।
ফায়জুল বারী ২/২১৪; ফাতওয়ায়ে হিন্দিয়া ৫/৩১৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم