প্রশ্ন
আমাদের এলাকায় প্রচলিত আছে যে, কোনো নারীর পিতা মারা গেলে তার স্বামী তার সাথে ৪০ দিন সহবাস করতে পারে না। প্রশ্ন হল, এ সম্পর্কে ইসলামি শরিয়তের বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামী ছাড়া কোনো নারীর আত্মীয় মারা গেলে সর্বোচ্চ তিনদিন সে শোক পালন করতে পারবে। এর বেশি শোক পালনের অনুমতি শরিয়ত তাকে দেয়নি। তবে স্বামী মারা গেলে ৪ মাস ১০ দিন শোক পালন করতে হয়। হাদিস শরিফে এসেছে,
عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ قَالَتْ لَمَّا جَاءَ نَعْيُ أَبِي سُفْيَانَ مِنْ الشَّأْمِ دَعَتْ أُمُّ حَبِيبَةَ بِصُفْرَةٍ فِي الْيَوْمِ الثَّالِثِ فَمَسَحَتْ عَارِضَيْهَا وَذِرَاعَيْهَا وَقَالَتْ إِنِّي كُنْتُ عَنْ هَذَا لَغَنِيَّةً لَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لاَ يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ إِلاَّ عَلَى زَوْجٍ فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا
‘যায়নাব বিনতে আবু সালামা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, যখন সিরিয়া হতে আবু সুফিয়ান (রা.)-এর মৃত্যুর খবর পৌঁছল, তার তৃতীয় দিবসে উম্মে হাবীবা (রা.) হলুদ বর্ণের সুগন্ধি আনয়ন করলেন এবং তার উভয় গণ্ড ও বাহুতে মথিত করলেন। অতঃপর বললেন, অবশ্য আমার এর কোনো প্রয়োজন ছিল না, যদি আমি রাসূল (সা.)-কে এ কথা বলতে না শুনতাম, যে স্ত্রীলোক আল্লাহ এবং কিয়ামতের দিবসের প্রতি ঈমান রাখে তার পক্ষে স্বামী ব্যতীত অন্য কোনো মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয়। অবশ্য স্বামীর জন্য সে চার মাস দশ দিন শোক পালন করবে।’ [সহিহ বুখারি, হাদিস: ১২৮০]
সুতরাং আপনাদের এলাকায় যে বিষয়টি প্রচলিত রয়েছে, শরিয়তে তার কোনো ভিত্তি নেই। অবশ্য স্বামী ইচ্ছা করলে তিনদিন পর্যন্ত অপেক্ষা করতে পারে। তবে সেটিও তার উপর জরুরি নয়।
সহিহ বুখারি, হাদিস: ৩২৩৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم