প্রশ্ন
আমাদের এলাকায় একজন বক্তাকে দাওয়াত দিয়েছিলাম। তিনি তার বয়ানে বললেন যে, হাদিসে আছে, যে ব্যক্তি মসজিদে কথা বলবে, তার ৪০ বছরের আমল বাতিল হয়ে যাবে। প্রশ্ন হল, এ মর্মে কোনো হাদিস আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মসজিদে কথা বললে ৪০ বছরের আমল বাতিল সংক্রান্ত একটি হাদিস লোকমুখে প্রচলিত আছে। তা হল,
مَنْ تَكَلَّمَ بِكَلاَمِ الدُّنْيَا فِيْ الْمَسْجِدِ أَحْبَطَ اللهُ أَعْمَالَهُ أَرْبَعِيْنَ سَنَةً
‘যে ব্যক্তি মসজিদের মধ্যে দুনিয়াবী কথা বলবে, আল্লাহ তার চল্লিশ বছরের আমল বাতিল বা বরবাদ করে দিবেন।’
লোকমুখে প্রচলিত হলেও এটি কোনো হাদিস নয়। বরং জাল বর্ণনা। মোল্লা আলী আল কারী (রহ.) তার কিতাবে লিখেন,
قَالَ الصَّغَانِيُّ مَوْضُوعٌ وَهُوَ كَذَلِكَ لِأَنَّهُ بَاطِلٌ مَبْنًى وَمَعْنًى
‘ইমাম সাগানী (রহ.) এই হাদিসটিকে মওজু (জাল) বলেছেন। এ কথাটি যেমন সনদগতভাবে বাতিল, তেমনি এর অর্থও বাতিল।’ [আল আসরার পৃ. ৩৩৮, হাদিস: ৪৭৭]
কাজেই যেটি হাদিস নয় তাকে হাদিস বলে চালিয়ে দেওয়া কোনোক্রমেই বৈধ হবে না।
আল মাউজুয়াত পৃ. ৩৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم