প্রশ্ন
আমি একটি মাসিক পত্রিকায় পড়লাম, রতন হিন্দী নামে একজন সাহাবী আছে। প্রশ্ন হল, আসলেই কি রতন হিন্দী নামে কোনো সাহাবী ছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কতক ঐতিহাসিক বলার চেষ্টা করেছেন যে, রতন হিন্দী নামে একজন সাহাবী এই ভারত উপমহাদেশে ছিল। কিন্তু নির্ভরযোগ্য ঐতিহাসিক ও মুহাদ্দিসগণের মতে এই নামে কোনো সাহাবী ভারত উপমহাদেশে ছিল না। ইমাম শামসুদ্দীন যাহাবী (রহ.) লিখেন,
‘রাসূল (সা.)-কে যারা দেখেছিলেন তাদের মাঝে সর্বশেষ ব্যক্তি হলেন আবু তুফাইল (রা.) (তার মৃত্যু ১১০ হিজরী)। তাবেয়ী ও তাবে তাবেয়ীদের মাঝে বিষয়টি এভাবেই চলছিল। সে সময় কোনোও ব্যক্তি বলেননি যে, আমি রাসূল (সা.)-কে দেখেছি। পরিশেষে ৫০০ হিজরীর পরে বাবা রতন নামে এক ব্যক্তির আবির্ভাব ঘটে। যে নিজেকে সাহাবী বলে দাবী করে বসে। এই দাবীর মাধ্যমে সে নিজেকে কলুষিত করেছে। উলামায়ে কেরাম তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। যারা তার দাবীকে সত্য বলে স্বীকার করেছে আল্লাহ তাআলা তাদেরকে বিবেক বুদ্ধি দান করুন। আর আল্লাহ তাআলা যে আমাদেরকে এ জাতীয় বিষয় থেকে নিরাপদে রেখেছেন সে কারণে সকল প্রশংসা আল্লাহর জন্য।’ [সিয়ারু আলামিন নুবালা ৪/৪৫৯]
কাজেই এ জাতীয় ভিত্তিহীন কথা বলা ও প্রচার করা থেকে বিরত থাকা সকলের কর্তব্য।
মীযানুল ইতিদাল ২/৪৫; আল ইসাবাহ ২/৫২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم