প্রশ্ন
কিছুদিন আগে আমি একটি কাজ করি। আমার দাদা সে সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি না করি। তিনি জোরাজুরি করলে আমি মিথ্যা কসম করতে বাধ্য হই যে, আমি ঐ কাজটি করিনি। এখন আমি জানতে চাচ্ছি, মিথ্যা কসমের কারণে কি কাফফারা দিতে হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মিথ্যা কসম করা কবীরা গুনাহ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
الكَبَائِرُ: الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَاليَمِينُ الغَمُوسُ
‘কবীরা গুনাহসমূহের (অন্যতম) হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক করা, পিতামাতার নাফরমানী করা, কাউকে হত্যা করা এবং মিথ্যা কসম করা।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৬৭৫]
তবে মিথ্যা কসম করলে কোনো কাফফারা দেওয়া লাগে না। সুতরাং আপনার কাফফারা দেওয়া লাগবে না। তবে খাঁটি মনে তওবা করতে হবে।
ফাতহুল বারী ১১/৫৫৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم