প্রশ্ন
আমরা অনেক সময় কারও সাথে রাগারাগি করলে তার নাম বিকৃত করে ডেকে থাকি। আমার জানার বিষয় হল, এভাবে কারো নাম বিকৃত করে ডাকা বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের দৃষ্টি কারো নাম বিকৃত করে ডাকা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلاَ اللَّعَّانِ وَلاَ الْفَاحِشِ وَلاَ الْبَذِيءِ
‘মু’মিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না, অভিসম্পাতকারী হতে পারে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষীও হয় না।’ [সুনানে তিরমিযী, হাদিস: ১৯৭৭]
আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ
‘কোনো মুসলিমকে গাল দেয়া ফাসিকী কাজ (জঘন্য পাপ) আর কোনো মুসলিমকে হত্যা করা কুফরী।’ [সহিহ বুখারি, হাদিস: ৭০৭৬]
কাজেই একজন মুসলমানের জন্য অপর মুসলমানের নাম বিকৃত করে ডাকা বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم