প্রশ্ন
অমুসলিমদেরকে গালি দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিনা করণে কোনো অমুসলিমদেরকে গালি দেওয়া যাবে না। হাদিস শরিফে এসেছে,
أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَ رَهْطٌ مِنَ الْيَهُودِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا السَّامُ عَلَيْكَ. فَفَهِمْتُهَا فَقُلْتُ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” مَهْلاً يَا عَائِشَةُ، فَإِنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ ”. فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَدْ قُلْتُ وَعَلَيْكُمْ
‘আয়েশা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, একবার একদল ইহুদি রাসূল (সা.)-এর নিকট এসে বলল, আসসামু আলাইকা (তোমার মরণ হোক)। আমি এ কথার অর্থ বুঝে বললাম, আলাইকুমুস সামু ওয়াল লানাতু (তোমাদের উপর মৃত্যু ও লানাত)। রাসূল (সা.) বললেন, হে আয়েশা! তুমি থামো। আল্লাহ সর্ব হালতে নম্রতা পছন্দ করেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! তারা যা বললো, তা কি আপনি শুনেননি? রাসূল (সা.) বললেন, এ জন্যই আমিও বলেছি, ওয়া আলাইকুম (অর্থাৎ তোমাদের উপরও)।’ [সহিহ বুখারি, হাদিস: ৬২৫৬]
তবে যারা মুসলমানদের সাথে যুদ্ধরত, তাদের সাথে কঠোর ভাষায় কথা বলা যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم