প্রশ্ন
মাদকের ভয়াবহতা সম্পর্কে ইসলামের ব্যাখ্যা কী? মদ পান সম্পর্কে ইসলাম কী বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মদ পান ইসলামে জঘণ্য একটি অপরাধ। ইসলামে হাতে গোণা যে চার পাচটি অপরাধের জন্য শাস্তি সুনির্ধারিত করে দিয়েছে তার মধ্যে মদ পান হল একটি।
এ ছাড়াও বিভিন্ন হাদিস থেকেও মদ পানের ভয়াবহতা সম্পর্কে অনুমান করা যায়। হাদিস শরিফে এসেছে-
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَعَنَ اللَّهُ الْخَمْرَ، وَشَارِبَهَا، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَمُبْتَاعَهَا، وَعَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَحَامِلَهَا، وَالْمَحْمُولَةَ إِلَيْهِ
‘রাসূল (সা.) বলেছেন: মদ পানকারী, পরিবেশনকারী বিক্রেতা, ক্রেতা, উৎপাদক ও শোধনকারী, যে উৎপাদন করায়, সরবরাহকারী এবং যার জন্য সরবরাহ করা হয়- এদের সকলকে আল্লাহ লানত করেছেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৬৭৪]
আরেক হাদিসে এসেছে,
لَا تَعُودُوا شُرَّابَ الْخَمْرِ إِذَا مَرِضُوا
‘মদপানকারী অসুস্থ হলে তোমরা তার সেবা করো না।’ [আল আদাবুল মুফরাদ, হাদিস: ৫২৯]
আরেক হাদিসে এসেছে,
لاَ تُسَلِّمُوا عَلَى شَرَبَةِ الخَمْرِ
‘তোমরা মদপানকারীকে সালাম দিয়ো না।’ [তালীকাতে বুখারি ৮/৫৭]
মাদক কতটা ভয়াবহ হলে এ জাতীয় ধমকি আসতে পারে। এ জাতীয় হাদিসগুলো থেকে মদ পান সম্পর্কে ইসলামের অবস্থান পরিষ্কার হয়ে যায়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم