প্রশ্ন
প্রায় মসজিদেই রমজানে একটি বিষয় দেখা যায়। সেটি হল, নামাজের মধ্যে হাফেজগণ খতম শেষ করে বিশতম রাকাতে আবার সূরা বাকারা থেকে শুরু করে। এটি কেমন? এর বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআন মাজিদের খতম শেষ করে পুনরায় শুরু থেকে কিছু অংশ পড়া মুস্তাহাব। এটি নামাজের বাহিরে যেমন মুস্তাহাব তেমনি নামাজের ভেতরেও মুস্তাহাব।
ইমাম নববী (রহ.) বলেন-
يستحب إذا فرغ من الختمة أن يشرع في أخرى عقيب الختمة
‘খতম শেষ করে পুনরায় খতম শুরু করা মুস্তাহাব।’ [আততিবয়ান, পৃ. ১৫৯]
তবে একবার খতম শেষ করে পুনরায় যখন শুরু করবে তখন উনিশতম রাকাতে শুরু করবে। তাহলে উনিশতম ও বিশতম রাকাতের কেরাতের ধারাবাহিকতা ঠিক থাকবে।
আলইতকান ১/৩০০; খুলাসাতুল ফাতাওয়া ১/৯৮; আদ্দুররুল মুখতার ১/৫৪৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم