প্রশ্ন
আমরা জেনে না জেনে, ইচ্ছায়-অনিচ্ছায় অনেক গুনাহ করে ফেলি। রমজান মাস সম্মানিত মাস। কিন্তু এ মাসেও রোজা অবস্থায় আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। তাই আমি জানতে চাচ্ছি, কীভাবে আমরা আমাদের জীবনকে গুনাহমুক্ত রাখতে পারি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মানুষ হিসেবে আমাদের গুনাহ হবেই। তবেই এর কারণে নিরাশ হওয়া যাবে না। বরং গুনাহমুক্ত থাকার চেষ্টা করতে হবে এবং গুনাহ হয়ে গেলে তাওবা করতে হবে। অবশ্য কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখলে গুনাহ থেকে বেঁচে থাকা তুলনামূলক সহজ হবে। প্রথমত, চোখের হেফাজত করতে হবে। চোখের হেফাজত না হলে রোজা আমাদের জন্য ঢাল হবে না।
দ্বিতীয়ত, যবানের হেফাজত করতে হবে। হাদিস শরিফে এসেছে,
الصِّيَامُ جُنَّةٌ مَا لَمْ يَخْرِقْهُ قِيلَ: وَبِمَ يَخْرِقُهُ؟ قَالَ: بِكَذِبٍ، أَوْ غِيبَةٍ
‘রোজা ঢাল স্বরূপ যতক্ষণ না তা ভেঙ্গে ফেলা হয়। বলা হল, কিভাবে তা ভাঙ্গা হয়? রাসূল (সা.) বললেন, মিথ্যা বা গীবতের দ্বারা।’ [আল মুজামুল আওসাত, হাদিস: ৪৫৩৬]
তৃতীয়ত, কানের হেফাজত করতে হবে। শরিয়ত নিষিদ্ধ কোনো জিনিস যদি কান দ্বারা শ্রবণ করি তাহলে রোজা আর ঢাল স্বরূপ কাজ করবে না।
চতুর্থত, দেহের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। এ সকল বিষয় যদি আমরা লক্ষ্য রাখতে পারি তাহলে আশা করা যায় রোজা অবস্থায় এবং রোজার বাহিরেও গুনাহমুক্ত থাকা আমাদের জন্য সহজ হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم