প্রশ্ন
শুনেছি, ইসলামের প্রাথমিক যুগে মদ হালাল ছিল। পরবর্তীতে ধাপে ধাপে তা হারাম করা হয়েছে। আমি জানতে চাচ্ছি, কয়টি ধাপে মদকে হারাম করা হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামের প্রাথমিক যুগে মদ হালাল ছিল। এ কথার অর্থ হল, জাহেলী যুগ থেকেই তারা মদ পানে অভ্যস্ত ছিল। তাই প্রথম অবস্থায় একসাথে মদ হারাম না করে আল্লাহ তাআলা চারটি ধাপে মদ হারাম করেছেন। প্রথম ধাপ হল মদ সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করা। যেমন আল্লাহ তাআলা বলন-
وَمِنْ ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا
‘আর খেজুর গাছের ফল ও আঙ্গুর হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাক।’ [সূরা নাহল, আয়াত: ৬৭]
এই আয়াতে আল্লাহ তাআলা সরাসরি মাদক হারাম করেননি, তবে জানিয়ে দিলেন, মাদক ভিন্ন জিনিস। আর উত্তম খাদ্যবস্তু ভিন্ন জিনিস। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম ধারণা করে নিলেন যে, মাদক সম্পর্কে কোনো বিধান আল্লাহ তাআলা অচিরেই নাজিল করবেন।
এভাবে পর্যায়ক্রমে সর্বশেষ আল্লাহ তাআলা বলেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
‘হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা-বেদী ও ভাগ্যনির্ধারক তীরসমূহ তো নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার কর, যাতে তোমরা সফলকাম হও।’ [সূরা মায়েদা, আয়াত: ৯০]
তখন থেকে মদ পরিপূর্ণভাবে হারাম হয়ে যায়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم