প্রশ্ন
অনেক বিষয়ের ভালো-খারাপ সম্পর্কে রাসূল (সা.) থেকে হাদিস বর্ণিত হয়েছে। আমি জানতে চাচ্ছি, ফুল সম্পর্কে রাসূল (সা.) এর কোন হাদিস আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, ফুল সম্পর্কেও রাসূল (সা.) থেকে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে-
عن أبي هريرة قال:قال رسول الله صلى الله عليه و سلم من عرض عليه ريحان فلا يرده فإنه خفيف المحمل طيب الريح
‘কাউকে যদি ফুল পেশ করা হয় তাহলে ফিরিয়ে দিও না। কারণ ফুল বহন করতে সহজ এবং এতে সুঘ্রাণ রয়েছে।’ [সহিহ মুসলিম, হাদিস ২২৫৩]
ফাতহুল বারী ১০/৩৮৩-৩৮৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم