প্রশ্ন
আমি এখনো বিবাহ করিনি। এ বছর আমার খালা ও খালু হজ্বে যাচ্ছেন। আমি কি তাদের সাথে হজ্বে যেতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মহিলাদের জন্য মাহরাম ছাড়া হজ্বে যাওয়ার অনুমতি নেই। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন:
‘কোনো মহিলা যেন মাহরাম পুরুষ ছাড়া হজ্বের উদ্দেশ্যে না যায়।’ সহিহ মুসলিম ১/৪৩২
যেহেতু খালু আপনার মাহরাম নয় তাই তার সঙ্গে আপনি হজ্বে যেতে পারবেন না। বরং কোন মাহরামের ব্যবস্থা হলে তখন তার সঙ্গে হজ্বে যাবেন।
আলমুহীতুল বুরহানী ৩/৩৯৪; হেদায়া ১/২৩৩; ফাতহুল কাদীর ২/৩৩০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم