প্রশ্ন
আমি বিভিন্ন বইপত্র পড়ে জানতে পেরেছি, ইসলামে প্রতিবেশীর অনেক হক রয়েছে। প্রশ্ন হল, ইসলামে প্রতিবেশী বলতে কাদেরকে বুঝায়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রতিবেশীর সুনির্দিষ্ট কোন সংজ্ঞা ইসলাম নির্ধারণ করে দেয়নি। সমাজে যাদেরকে প্রতিবেশী মনে করা হয় তারাই মূলত প্রতিবেশী। স্থান ও অবস্থা ভেদে এর মধ্যে বিভিন্নতাও রয়েছে। অবশ্য কোন কোন সাহাবীর বক্তব্য থেকে এ বিষয়ে কিছুটা ধারণা নেওয়া যায়।
আয়েশা (রা.) বলেন:
عن عائشة حد الجوار أربعون دارا من كل جانب
‘চতুর্পাশে চল্লিশ ঘর পর্যন্ত সকলেই প্রতিবেশী।’
আলী (রা.) বলেন:
عن علي رضي الله عنه من سمع النداء فهو جار
‘আযানের আওয়াজ যতদূর পৌঁছে তারা সকলেই প্রতিবেশী।’
ফাতহুল বারী ১০/৪৬১, ফাতহুল মুলহিম ৫/৪৪৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم