প্রশ্ন
আমাদের মসজিদে ইমাম সাহেব তার বয়ানে বলেছেন, রাসূল (সা.) রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। আমার প্রশ্ন হল, রাসূল (সা.) শাবান মাসে কেন বেশি রোজা রাখতেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রমজানের পর শাবান মাসে রাসূল (সা.) সবচেয়ে বেশি রোজা রাখতেন। হাদিস শরিফে এসেছে, উসামা ইবনে যায়দ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,
قُلْتُ: يَا رَسُولَ اللهِ، لَمْ أَرَكَ تَصُومُ مِنَ شَهْرٍ مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ، قَالَ: ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبَ وَرَمَضَانَ، وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ، فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ
‘আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! কেন আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন যা অন্য মাসে আপনাকে করতে দেখি না। তিনি বলেন: সেটি এমন একটি মাস; যা রজব মাস ও রমজান মাসের মধ্যবর্তী; যে মাসের ব্যাপারে মানুষ গাফেল। সে মাসে মানুষের আমলগুলো রাব্বুল আলামীনের কাছে উত্থাপন করা হয়। তাই আমি পছন্দ করি আমার আমলগুলো যখন উত্থাপন করা হবে তখন আমি যেন রোজাদার থাকি।’ [সুনানে কুবরা, নাসাঈ, হাদিস: ২৬৭৮; ফাতহুল বারী ৪/২১৫]
তাছাড়া একটি যয়ীফ হাদিসে আরো একটি কারণ উল্লেখ করা হয়েছে। তা হল, রাসূল (সা.) প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন। কখনো কোনো কারণে সেগুলো ছুটে গেলে শাবান মাসে তা কাযা করে নিতেন। [আল মুজামুল আওসাত ২/৩২০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم