প্রশ্ন
আমি একটি বইয়ে পড়েছি, এক বেদুইন রাসূল (সা.)-কে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি মজলিসে উপস্থিত সবচেয়ে কমবয়সী একটি বালককে দেখিয়ে বলেন, এ যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের উপর কিয়ামত সংঘটিত হবে। আমার প্রশ্ন হল, এটি কি হাদিস? যদি হাদিস হয় তাহলে এতে কিয়ামত দ্বারা কোন কিয়ামত উদ্দেশ্য?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, এটি হাদিস। হাদিসটি বুখারি ও মুসলিম কিতাবে বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে। এখানে তা উল্লেখ করা হল,
عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رِجَالٌ مِنَ الأَعْرَابِ جُفَاةً يَأْتُونَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَيَسْأَلُونَهُ مَتَى السَّاعَةُ، فَكَانَ يَنْظُرُ إِلَى أَصْغَرِهِمْ فَيَقُولُ “ إِنْ يَعِشْ هَذَا لاَ يُدْرِكْهُ الْهَرَمُ حَتَّى تَقُومَ عَلَيْكُمْ سَاعَتُكُمْ ”. قَالَ هِشَامٌ يَعْنِي مَوْتَهُمْ
‘আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক রাসূল (সা.)-এর নিকট এসে জিজ্ঞাসা করতো কিয়ামত কবে হবে? তখন তিনি তাদের সর্ব-কনিষ্ঠ ব্যাক্তির দিকে তাকিয়ে বলতেন, যদি এ ব্যাক্তি কিছু দিন বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগেই তোমাদের কিয়ামত এসে যাবে। হিশাম (হাদিসের একজন বর্ণনাকারী) বলেন যে, এ কিয়ামতের অর্থ হলো, তাদের মৃত্যু।’ [সহিহ বুখারি, হাদিস: ৬০৬৭; সহিহ মুসলিম, হাদিস: ২৯৫২]
এই হাদিসের একজন বর্ণনাকারীই হাদিসটির ব্যাখ্যা দিয়েছেন যে, এখানে কিয়ামত দ্বারা তাদের মৃত্যু উদ্দেশ্য।
কাযী ইয়ায (রহ.) বলেন,
وَالْمُرَادُ بِسَاعَتِكُمْ مَوْتِهِمْ وَمَعْنَاهُ يَمُوتُ ذلك القرن أوأولئك الْمُخَاطَبُونَ
‘হাদিসে ‘তাদের কিয়ামত’ দ্বারা তাদের মৃত্যু উদ্দেশ্য। অর্থাৎ, সেই যুগের বা উদ্দিষ্ট লোকদের মৃত্যু।’ [শরহুন নববি ১৮/৯০]
সুতরাং বুঝা গেল, হাদিসটিতে কিয়ামত দ্বারা বড় কিয়ামত উদ্দেশ্য না। বরং ঐ সকল লোকদের মৃত্যু উদ্দেশ্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم