প্রশ্ন
কিছু দিন আগে সিঁড়ি থেকে পড়ে আমার একটি দাঁত ভেঙে যায়। আমি চাচ্ছি তাতে স্বর্ণের ক্যাপ ব্যবহার করতে। আমি জানতে চাচ্ছি, এটি কি আমার জন্য জায়েয?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দাঁতে স্বর্ণের ক্যাপ ব্যবহার করতে সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে-
عن عبد الله بن عبد الله بن أبي أن ثنيته أصيبت مع رسول الله صلى الله عليه وسلم فأمره أن يتخذ ثنية من ذهب
‘আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উবাই (রা.) এর একটি দাঁত ভেঙ্গে গেলে রাসূল (সা.) তাকে স্বর্ণের দাঁত ব্যবহার করতে বলেন।’ [মুসনাদে বাযযার, মাজমাউয যাওয়ায়েদ, হাদিস: ৮৭১৩]
আলমুহীতুল বুরহানী ৮/৫১;বাদায়েউস সানায়ে ৪/৩১৬;
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم