প্রশ্ন
আমি একটি সুদী ব্যাংকে ডিপিএস একাউন্ট খুলতে চাচ্ছি। আমার জন্য কি তা বৈধ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুদের চুক্তি আল্লাহর নিকট নিকৃষ্ট একটি চুক্তি। কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা সুদের অবৈধতার ঘোষণা দিয়েছেন। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
‘আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, পূর্বে যা হয়ে গেছে, তা তার। তার ব্যাপারটি আল্লাহর কাছে ন্যাস্ত। আর যারা পুনরায় সুদ নেয়, তারাই জাহান্নামে যাবে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে।’ [সূরা বাকারা, আয়াত: ২৭৫]
হাদিস শরিফে এসেছে-
لَعَنَ رَسُولُ اللهِ ﷺ آكل الربا وموكله وكاتبه وشاهديه، وقال : هم سواء
আল্লাহর রাসূল (সা.) সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার উপর সাক্ষীদ্বয়কে অভিশাপ করেছেন, আর বলেছেন, ওরা সকলেই সমান। [মুসনাদে আহমাদ, হাদিস: ৩৮০৯]
সুতরাং আপনার জন্য কিছুতেই সুদী ব্যাংকে ডিপিএস একাউন্ট খোলা জায়েয হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم