প্রশ্ন
আমার কাছে কিছু টাকা আছে। তবে খুব বেশি নয়। তাই জানতে চাচ্ছি, কার কার উপর কুরবানি ওয়াজিব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রাপ্তবয়স্ক যে সকল ব্যক্তির কাছে কুরবানির তিন দিন নেসাব পরিমাণ সম্পদ থাকবে অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বায়ান্ন তোলা রূপা বা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা এ দুটোর কোন একটির মূল্য পরিমাণ আসবাবপত্র রয়ছে তার উপরই কুরবানি ওয়াজিব। হাদিস শরিফে এসেছে-
মিখনাফ ইবনে সুলাইম (রা.) বলেন-
كُنّا وُقُوفًا مَعَ النّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ بِعَرَفَاتٍ، فَسَمِعْتُهُ يَقُولُ: يَا أَيّهَا النّاسُ، عَلَى كُلِّ أَهْلِ بَيْتٍ فِي كُلِّ عَامٍ أُضْحِيّةٌ
‘আমরা রাসূলুল্লাহ (সা.) এর সাথে আরাফায় অবস্থান করছিলাম, তখন আমি শুনলাম তিনি বলছেন, হে লোকসকল! প্রত্যেক ঘরওয়ালার উপর প্রত্যেক বছর কুরবানী আবশ্যক।’ [জামে তিরমিযি, হাদিস: ১৫১৮]
আলমুহীতুল বুরহানী ৮/৪৫৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم